WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

11 May 2020


স্বামী করোনায় আক্রান্ত, স্ত্রী সন্তান নান্দাইলের গ্রামের বাড়িতে আসায় এলাকায় আতংক

 ‌স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ 
ময়মনসিংহের গফরগাঁয়ে ফার্মেসি ব্যবসায়ী স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ঘটনার পরপরই নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কয়ারপুর গ্রামের বাড়িতে স্ত্রী তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে চলে আসায় এলাকায় আতংক বিরাজ করছে

সোমবার (১১ মে) প্রতিনিধির কাছে ফোন করে স্থানীয় এলাকাবাসী জানান, ওই গৃহবধূ নান্দাইলের একটি মাদ্রাসার শিক্ষিকা তবে তিনি স্বামী সন্তান নিয়ে গফরগাঁও বসবাস করেন তার স্বামীর করোনা ভাইরাস পজেটিভ ধরার পর তিনি তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে (কয়ারপুর) চলে আসায় অনেকে আতংকিত হয়ে পড়েছেন

করোনা ভাইরাসে আক্রান্ত ওই ফার্মেসি ব্যবসায়ীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনার নমুনার ফলাফলে আমার পজেটিভ হলেও কোন আলামত প্রকাশ পায়নি এখন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছি বোরো ধানের কাজ কর্ম করার জন্য স্ত্রী সন্তান বাড়িতে চলে গেছে

ওই গৃহবধু বলেন, আমিও করোনা ভাইরাস নমুনা আজ সোমবার (১১ মে) পরীক্ষার জন্য দিয়ে আসছি কয়েকদিন পর রেজাল্ট পাবো 

জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রহিম সুজন বলেন, ঘটনাটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো 

(নান্দাইল নিউজ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও অনুমতি ছাড়া প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। অধিক মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে অনুগ্রহপূর্বক উপরোক্ত পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদান্তে- সম্পাদক ও প্রকাশক: শাহ্ আলম ভূঁইয়া)


মে ১১, ২০২০
 



অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.