WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

15 May 2020

নান্দাইলে পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন


 ‌স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ 
 ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামে আবু সিদ্দিক ফকির নামে এক মৎস্য চাষীর পুকুরে বিষ ঢেলে কে বা কারা কমপক্ষে পাঁচ লাখ টাকার মাছ নিধন করছে।

শুক্রবার (১৫ মে) সকালে তিনি বাড়ির পাশের পুকুরপাড়ে গিয়ে দেখেন অসংখ্য মাছ মরে পানিতে ভাসছে। আবার কিছু কিছু মাছ পানির নিচে তলিয়ে গেছে।

উপজেলার উত্তর রসুলপুর গ্রামের মৎস্য চাষী আবু সিদ্দিক ফকির ১ একর ৪০ শতক জায়গার পুকুরে দেশিয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন।  এই পুকুরের কিছু অংশ তার নিজস্ব বাকি অংশ তার ভাইদের কাছ থেকে বছরভিত্তিক ভাড়া নিয়ে মাছ চাষ করেন।

এলাকাবাসী জানান, চলতি বছরে দুইবার সিদ্দিক ফকিরের পুকুরে মাছের রেণু বিষ প্রয়োগে রাতের অন্ধকারে কে বা কারা মেরে ফেলেছে। বিগত বছরে একই ভাবে তাঁর এ পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করা হয়েছিল।

খবর পেয়ে নান্দাইল উপজেলার স্থানীয় ৩ নং নান্দাইল ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় তিনি নিন্দা জানিয়ে বলেন, বারবার এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে এদের আইনের আওতায় নিয়ে আসা উচিত।


(নান্দাইল নিউজ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও অনুমতি ছাড়া প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। অধিক মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে অনুগ্রহপূর্বক উপরোক্ত পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদান্তে- সম্পাদক ও প্রকাশক: শাহ্ আলম ভূঁইয়া)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.