ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন
নান্দাইলের বছির উদ্দিন আকন্দ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
২০১৯ সালের ময়মনসিংহ জেলার
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
হয়েছেন মোঃ বছির উদ্দিন
আকন্দ। তিনি
নান্দাইল উপজেলার রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারি শিক্ষক হিসেবে কর্মরত
আছেন।
তিনি চলতি বছর নান্দাইল
উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
হন। নির্বাচিত
শ্রেষ্ঠ সহকারী বছির উদ্দিন
আকন্দের গ্রামের বাড়ি উপজেলার জাহাঙ্গীরপুর
ইউনিয়নেরতারাপাশা গ্রামে।
তিনি নান্দাইল উপজেলার ইংরেজি
বিষয় ভিত্তিক প্রশিক্ষক। বর্তমানে
তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি নান্দাইল
উপজেলা শাখার নির্বাচিত যুগ্ম
সম্পাদক।
নিষ্ঠাবান
ও আদর্শ শিক্ষক হিসেবে
বছির উদ্দিন আকন্দ ইতোমধ্যে
গোটা এলাকায় সুপরিচিত। তাঁর
কাজেরএ স্বীকৃতি প্রদানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপরদিকে,নান্দাইলের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও
গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বছির
উদ্দিন আকন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)