নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে সর্বাধিক উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার প্রদান
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলা সদরে অবস্থিত
নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে
২০১৯ সালে সর্বাধিক স্কুলে
উপস্থিত মর্নিং শিফটের ছাত্র-ছাত্রী ও
সম্মানিত শিক্ষকদের রবিবার (০৮ ডিসেম্বর ২০১৯)
স্কুল ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে।
নান্দাইল
প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহ্ আলম ভূঁইয়া
সহ সকল সহকারী শিক্ষক
ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত
ছিলেন।
প্রথম
থেকে যথাক্রমে পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো-
প্লে শ্রেণির দিদারুল আলম সাজিদ, জিন্নাতুর
নূর তাসফি ও আফিফা
তাবাসসুম তোবা। নার্সারি
শ্রেণির আবু আশফাক আহম্মেদ
আরিক, জান্নাতুন লিসা ও তায়্যিবা
আক্তার।
প্রথম
শ্রেণির রাফা, তানভীর ও
(তৃতীয় তিনজন) বিন্দু রানী
বর্মণ, সাইমা ও আরিয়া। দ্বিতীয়
শ্রেণির লামিয়া জান্নাত ইরা, মরিয়ম সরকার
মাইশা ও হাসান মাহমুদ।
অপরদিকে,
বছরব্যাপী সহকারী শিক্ষকগণ স্কুলে
সর্বাধিক দিবস নিয়মিত উপস্থিত
থাকার জন্য সহকারী শিক্ষক
মাহমুদা আক্তার প্রথম, মৌসুমী
রানী বর্মণ দ্বিতীয় ও
শাহানা আক্তার তৃতীয় বর্ষ
সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত
হয়েছেন। পরিচালক
শাহ্ আলম ভূঁইয়া বিজয়ী
শিক্ষকগণের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার
তুলে দেন।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবিনকল করা
বা অন্য কোথাও প্রকাশ
করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ
যে কোন নিউজ ও
ছবি ফেসবুকে শেয়ার করলে কোন
আপত্তি থাকবে না)