WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

08 December 2019

নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে সর্বাধিক উপস্থিত শিক্ষার্থী শিক্ষকদের মাঝে পুরস্কার প্রদান


স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ 
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে অবস্থিত নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে ২০১৯ সালে সর্বাধিক স্কুলে উপস্থিত মর্নিং শিফটের  ছাত্র-ছাত্রী সম্মানিত শিক্ষকদের রবিবার (০৮ ডিসেম্বর ২০১৯) স্কুল ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে

নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহ্ আলম ভূঁইয়া সহ সকল সহকারী শিক্ষক অভিভাবকবৃন্দ সময় উপস্থিত ছিলেন
প্রথম থেকে যথাক্রমে পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো- প্লে শ্রেণির দিদারুল আলম সাজিদ, জিন্নাতুর নূর তাসফি আফিফা তাবাসসুম তোবা নার্সারি শ্রেণির আবু আশফাক আহম্মেদ আরিক, জান্নাতুন লিসা তায়্যিবা আক্তার

প্রথম শ্রেণির রাফা, তানভীর (তৃতীয় তিনজন) বিন্দু রানী বর্মণ, সাইমা আরিয়া দ্বিতীয় শ্রেণির লামিয়া জান্নাত ইরা, মরিয়ম সরকার মাইশা হাসান মাহমুদ


অপরদিকে, বছরব্যাপী সহকারী শিক্ষকগণ স্কুলে সর্বাধিক দিবস নিয়মিত উপস্থিত থাকার জন্য সহকারী শিক্ষক মাহমুদা আক্তার প্রথম, মৌসুমী রানী বর্মণ দ্বিতীয় শাহানা আক্তার তৃতীয় বর্ষ সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচালক শাহ্ আলম ভূঁইয়া বিজয়ী শিক্ষকগণের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.