নান্দাইলে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
কেক কাটলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলায় আনন্দ শোভাযাত্রা বের
করে ও কেক কেটে
মঙ্গলবার
(২৪ ডিসেম্বর ২০১৯) দৈনিক
ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলার
নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের
হল রুমে দেশের প্রাচীন
দৈনিক ইত্তেফাক ৬৭ বছরে পদার্পণ
উপলক্ষে কেক কাটেন নান্দাইল
পৌর সভার মেয়র ও
পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক
উদ্দিন ভূঁইয়া। এ
সময় দৈনিক ইত্তেফাকের নান্দাইল
সংবাদদাতা শাহ্ আলম ভূঁইয়া,
পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম মানিক,
নান্দাইল মডেল থানার এসআই
আব্দুস সাত্তার, নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের
সিনিয়র শিক্ষক তানিয়া আক্তার
মিতু, মৌসুমী রাণী বর্মণসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর
আগে নান্দাইল পৌরশহর এলাকায় এক
আনন্দ শোভাযাত্রা বের করা হয়
ও এক আলোচনা সভার
আয়োজন করা হয়।
দৈনিক
ইত্তেফাক সংবাদদাতা শাহ্ আলম ভূঁইয়ার
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ
বলেন, এ দেশের ঐতিহ্য
ও গৌরবের পথ ধরে
ইত্তেফাক এখনো আধুনিকতায় ছোঁয়ায়
এগিয়ে যাচ্ছে। তফাজ্জল
হোসেন মানিক মিয়া এক
কিংবদন্তির নাম। তাঁর
আদর্শ ও চেতনায় প্রতিদিনই
ইত্তেফাক গণমানুষের পত্রিকা, প্রমাণ দিচ্ছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)