নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থীরা ইন্টারভিউতে অংশ নেয় নির্ভয়ে
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
একদম নির্ভয়ে ইন্টারভিউ দিচ্ছে নান্দাইল প্রি-
ক্যাডেট স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থীরা।
বুধবার
(০৬ নভেম্বর ২০১৯) বার্ষিক প্রস্তুতিমূলক
মূল্যায়ন মৌখিক বিষয়ে এ
ইন্টারভিউ অনুষ্ঠিত হয়।
অনেক ক্ষেত্রে বড় বড় শিক্ষার্থীরা
ইন্টারভিউ ভীতিতে ভুগলেও নান্দাইল
প্রি- ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থীরা কোনো
রকম আতঙ্ক ও ভীতিহীন
অবস্থায় ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়। শিশু
বয়সে ওরা ইন্টারভিউ বিষয়ে
নিয়ম-নীতি শিখে নিয়েছে।
সত্যিই
এক অন্য রকম মেধা
বুদ্ধি বিকাশের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান
‘নান্দাইল প্রি- ক্যাডেট স্কুল’।
ইন্টারভিউ
বোর্ডে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ
মোঃ আবদূর রাশিদ, পরিচালক
শাহ্ আলম ভূঁইয়া, শ্রেণি
শিক্ষক মোছাঃ মাহমুদা আক্তার,
সিনিয়র শিক্ষক মৌসুমী রানী
বর্মন প্রমূখ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর
ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)