WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

02 July 2019


এতিমের টাকা যে চুরি করে খেয়েছে তাকে ছেড়ে দেয়া আমাদের কাজ নয়
-          নান্দাইলে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ 
আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে খেয়েছেন শুধু এতিমের টাকা নয়, এতিমখানাও খেয়ে ফেলতে চায় তাকে ছেড়ে দেয়া আমাদের কাজ নয় বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন অথচ, বিএনপির নেতারা রাতে টিভির টকশোতে বলেন, দেশে আইনের শাসন নেই ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক ঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং এর বিচার না হওয়ার জন্য যারা আইন করে, জেলখানায় যারা জাতীয় চার নেতাকে হত্যা করে এটা কি তাদের আইনের শাসন বলে?  

আজ মঙ্গলবার (০২ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে সাব-রেজিস্ট্রি অফিসের নব নির্মিত তিনতলা ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন

মন্ত্রী আরও বলেন, সারাদেশের মধ্যে নান্দাইলে প্রথম সাব রেজিস্ট্রি অফিসের ভবন উদ্বোধন আজ করা হলো পর্যায়ক্রমে সারাদেশে ধরনের সাব রেজিস্ট্রি ভবন নির্মিত হবে অগ্রাধিকার ভিত্তিতে ভালুকা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের ভবন হবে বলে মন্ত্রী আশ্বাস দেন নান্দাইল আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রসঙ্গে তিনি বলেন, তিনি কাজ আদায়ের অনেক টেকনিক শিখে গেছেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর কাছ থেকে এই সমাবেশে আপনাদের জন্য দুইটি কাজ আদায় করেছেন তিনি নিজের জন্য এগুলো করেন না, যা করেন তা নান্দাইলবাসীর কল্যাণের জন্য করেন

মহাপরিদর্শক নিবন্ধন বাংলাদেশের . খান মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এম খালিদ বাবু এমপি, আইন, বিচার সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমূখ
  
মন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে আরও বলেন, বিএনপি জাতীয় পার্টি যখন দেশ চালাত, তখন দেশ দুর্নীতিতে প্রথম হতো এখন বাংলাদেশ উন্নয়ন, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে, নিদের্শনায় ভালোবাসায় আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.