নান্দাইলে হত দরিদ্রের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
নান্দাইল
এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর
উদ্যোগে বুধবার (১২ জুন ২০১৯)
কর্ম এলাকার নান্দাইল পৌর
সভার আল্ট্রা-পোর গ্রেজুয়েশন দলের
৫০ জন হত-দরিদ্রের
মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা
হয়েছে।
এ
সময় প্রধান অতিথি হিসেবে
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসাদ্দেক মেহ্দেী ইমাম, বিশেষ অতিথি
হিসেবে নান্দাইল পৌর সভা মেয়র
মো. রফিক উদ্দিন ভূঁইয়া
ও উপজেলা ভেটিনারি ফিল্ড
সহকারি নওরীন হাসান উপস্থিত
ছিলেন। অতিথিবৃন্দ
উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে গরু
প্রদান করেন।
জানা
যায়, গরু বিতরণের মাধ্যমে
ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকার
তালিকাভূক্ত শিশু ও তাদের
পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি,
মা ও শিশুর পুষ্টি
নিশ্চিতকরণ, শিশু সুরক্ষা ও
নিরাপত্তায় সচেনতা এবং জীবন
মানের উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাজ
করছে।
গরু
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার
সুমন রুরাম, প্রোগ্রাম অফিসার
জিনিয়া ম্রং, নান্দাইল এরিয়া
প্রোগ্রামের স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা
অফিসার উজ্জ্বল
প্যাট্টিক কোড়াইয়া প্রমূখ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি
আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও
ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)