নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল
উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘নান্দাইল প্রি-ক্যাডেট স্কুল’ এর শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার ( ১২ নভেম্বর
২০১৯) দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা
হয়েছে। অপসোনিন ফার্মা লি. এর সহযোগিতা ও নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনায়
যৌথ উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক শিক্ষার্থীদের
মাঝে চিকিৎসা সেবা দেন ডাক্তার নয়ন দেব, ডা. মো. ইউসুফ আলী ও ডা. আল-আমিন। স্বাস্থ্য
সেবার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে টিপিন বক্স, নাস্তা ও ফার্মাভিট নামে
একটি ট্যাবলেট বক্স বিনামূল্যে প্রদান করা হয়। বিনামূল্যে ব্লাড গ্রুপিংও করা হয় প্রত্যেক
শিক্ষার্থীর। এ সময় নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শাহ্ আলম ভূঁইয়া, অধ্যক্ষ
আবদুর রাশিদ, স্কুল পর্ষদ সদস্য মো. নূরে আলম
সিদ্দিকী, মো. মিজানুর রহমান, ঝলমল কুমার সাহা, শামছুল আলম, বিরাজ কুমার টাপ্পী সাহা,
আব্দুল আজিজ আকন্দ ও মিন্টু সাহা, অপসোনিন ফার্মা লিমিটেডের রিজওনাল ম্যানেজার এনামূল
হক খাঁন, এরিয়া ম্যানেজার রতন কর্মকার, এমপিও বদরুল আলম, আব্দুর রাজ্জাকসহ স্কুলের
শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
গুণগত শিক্ষার
মানে নিয়ন্ত্রণে নান্দাইল উপজেলার মধ্যে প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে নান্দাইল প্রি-ক্যাডেট
স্কুল অপ্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান। মান সম্পন্ন শিক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের
স্বাস্থ্য বিষয়ে সচেতন স্কুলের কর্তৃপক্ষ। তারা বছরে কয়েকবার শিক্ষাথীদের স্বাস্থ্য
সেবা বিনামূল্যে দিয়ে আসছে। এই মতামত ব্যক্ত করেছেন স্কুলের সম্মানিত অভিভাবকগণ। শিক্ষার্থীরা
নিজেদের ব্লাড গ্রুপ জানতে পেরে অনেক খুশি। একই সাথে বিভিন্ন উপহার পেয়ে বেজায় খুশি
স্কুলের খুদে শিক্ষার্থীরা।
অপসোনিন ফার্মা
লিমিটেডের এরিয়া ম্যানেজার রতন কর্মকার বলেন, নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা
পর্ষদ, সম্মানিত শিক্ষকগণের সার্বিক আন্তরিক সহযোগিতায় সফলভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা
করা সম্ভব হয়েছে। সবচেয়ে কথা হলো খুদে খুদে শিক্ষার্থীরা অনেক আনন্দ ও খুশিতে মেডিক্যাল
ক্যাম্পিংয়ে অংশ গ্রহণ করে।
নান্দাইল প্রি-ক্যাডেট
স্কুলের পরিচালক শাহ্ আলম ভূঁইয়া বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা
প্রদান একটি চলমান প্রক্রিয়া, যা প্রতি বছরই কয়েকবার করা হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য,
অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের
কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম।
তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)