নান্দাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে আজ মঙ্গলবার
( ০৭ মে) তাসলিমা আক্তার
(১৯) নামে এক গৃহবধূকে
হত্যার অভিযোগে থানা পুলিশ স্বামীকে
গ্রেফতার করেছে। অভিযুক্ত স্বামীর নাম জুম্মন মিয়া। ‘নান্দাইল নিউজ’
এ
বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই
আব্দুল করিম জানান, নিহতের
পিতা মঞ্জু মিয়া বাদি
হয়ে থানায় মামলা করেছেন। ধারণা
করা হচ্ছে তাসলিমাকে শ্বাসরুদ্ধ
করে হত্যা করা হয়েছে।
জানা
যায়, প্রায় ৮ মাস
আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের মঞ্জু
মিয়ার কন্যা তাসলিমা আক্তারকে
বিয়ে করে নান্দাইল উপজেলার
চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের গুনু মিয়ার পুত্র
জুম্মন মিয়া (২০)।
বিয়ের পর থেকেই স্বামী
স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ
লেগে থাকতো। স্থানীয়
ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর
রশিদ জানান, জুম্মন মিয়া
মাদকাসক্ত। এ
নিয়ে স্ত্রী বাবার বাড়ি
চলে গেলে দুই আগে
জুম্মন তার স্ত্রীকে নিজ
বাড়িতে নিয়ে আসে।
মঙ্গলবার
সকালে তাসলিমার মৃত্যুর খবর পেয়ে থানা
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার
করে ও অভিযুক্ত জুম্মন
মিয়াকে আটক করে থানায়
নিয়ে আসে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি
আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও
ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)