নান্দাইলে এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
এসএসসি
পরীক্ষায় একটি বিষয়ে ফেল
করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্রামের রাকিবুল হাসান নামে এক
ছাত্র আত্মহত্যা করেছে।
আজ
সোমবার ( ৬ মে ) দুপুরের
দিকে নান্দাইলের পাশের উপজেলা গফরগাঁওয়ে
বাসুটিয়া এলাকায় একটি চলন্ত
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
সে আত্মহত্যা করে। তার বাবার
নাম বুলবুল মিয়া।
জানা
যায়, রাকিবুল নান্দাইলের জেবি উচ্চ বিদ্যালয়
থেকে মানবিক বিভাগে এবার
এসএসসি পরীক্ষা অংশ নিয়ে ছিল। আজ
সোমবার প্রকাশিত ফলাফলে গণিত বিষয়ে
সে ফেল করে বলে
জানা গেছে।
এ
ঘটনায় নিহতের পরিবার, সহপাঠীসহ
গোটা এলাকায় শোকের
ছায়া নেমে এসেছে।
এ
ব্যাপারে গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি
ফাড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান,
মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন
সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। সুরতহাল
শেষে ময়না তদন্তের জন্য
মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হবে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা
বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি
আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)