নান্দাইলে দালালদের খপ্পরে পড়ে গর্ভবতী এক নারীর মৃত্যুর অভিযোগ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সংলগ্ন জনৈক চিকিৎসকের চেম্বারে আজ শনিবার (১৬
ফেব্রুয়ারি ২০১৯) সকালে জিনু
আরা নামে গর্ভবতী এক
নারী দালালদের খপ্পরে পড়ে সন্তান
প্রসবের সময় মারা গেছে
বলে অভিযোগ উঠছে।
ঘটনার পরপরই তাকে নান্দাইল
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। মৃত
ওই নারী বাড়ি উপজেলার
নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামে। তথ্য সূত্র; নান্দাইল নিউজ..।
জানা
যায়, প্রসব ব্যথা নিয়ে
জিনু আরা (৩২) সকালে
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসার জন্য যায়।
তখন হাসপাতাল গেইট থেকে জনৈক
শাহানা নামে এক আয়া
ও তার সহযোগী বেদেনা,
হেলেনা ও কল্পনা তাকে
প্রতারণা করে কম টাকায়
ডেলিভারির কথা বলে জনৈক
এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়।
সেখানে কোন চিকিৎসক ছাড়া
ডেলিভারি করার সময় টানাহেছড়া
করে একটি ছেলে প্রসব
করালেও অপচিকিৎসার কারণে ওই গর্ভবতী
মায়ের তাৎক্ষনিক মৃত্যু ঘটে।
ঘটনার
পরপরই স্থানীয় একটি দালালচক্র বিষয়টি
মিটিয়ে ফেলার জন্য উঠে
পড়ে লেগেছে। নিহতের
স্বামী মোস্তফা কামাল জানান, তিনি
ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের
বিচার চান। প্রয়োজনে
মামলাও করবেন বলে জানান।
সচেতন
কয়েকজন এলাকাবাসী বলে, হাসপাতাল এলাকা
থেকে দালালমুক্ত করা জরুরি।
এই দালাল চক্রটির জন্য
সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির
শিকার হচ্ছে।
উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা (ইউএইচএ) ডা. কাজী এনামুল
হক জানান, রোগীকে হাসপাতালে
মৃত অবস্থায় আনা হয়। তিনি
আরও জানান, হাসপাতালের আশপাশে
অনেক দালাল রয়েছে।
এরাই এই অপকর্মগুলো করে
যাচ্ছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)