WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

03 February 2019


ফলোআপ
নান্দাইলে আওয়ামীলীগের ইউপি সভাপতি খুনের ঘটনায় ৩২ জনের নামে মামলা দায়ের 
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ  
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ইউপি সভাপতি মুর্শেদ আলী (৫২) খুনের ঘটনায় ৩২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার শিউলী বাদি হয়ে আটককৃত নূরুল ইসলাম নূরুকে(৫৫) প্রধান আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রুহুল কদ্দুস বলেন, খুনের ঘটনার পরপরই মামলায় প্রধান আসামীকে আটক করা হয়। (তথ্য সূত্র- নান্দাইল নিউজ) তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলা ও আসামী গ্রেফতারে স্বার্থে এজারভুক্ত অভিযুক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ আলীকে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় তিনি কানুরামপুর নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মটরসাইকেলে নিজ বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি সংলগ্ন কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে সন্ত্রাসীরা হত্যার পর তার মৃতদেহ ফেলে রাখে। এ ঘটনার সময় তার সাথে থাকা দুইজনের মধ্যে মুজিবুর রহমান গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার নিহতের ময়নাতদন্ত শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এমপিসহ দলীয় নেতাকর্মী ও এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, এই আলোচিত খুনের অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.