ফলোআপ
নান্দাইলে আওয়ামীলীগের ইউপি সভাপতি খুনের ঘটনায় ৩২ জনের নামে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ইউপি সভাপতি মুর্শেদ আলী (৫২) খুনের ঘটনায় ৩২জনকে আসামী
করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার শিউলী
বাদি হয়ে আটককৃত নূরুল ইসলাম নূরুকে(৫৫) প্রধান আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার
তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রুহুল কদ্দুস বলেন, খুনের ঘটনার পরপরই মামলায়
প্রধান আসামীকে আটক করা হয়। (তথ্য সূত্র- নান্দাইল নিউজ) তদন্তকারী কর্মকর্তা বলেন,
মামলা ও আসামী গ্রেফতারে স্বার্থে এজারভুক্ত অভিযুক্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

গত
শনিবার নিহতের ময়নাতদন্ত শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এমপিসহ দলীয়
নেতাকর্মী ও এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, এই আলোচিত খুনের অন্যান্য
আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)