স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
মুর্শেদ আলী (৫২) সন্ত্রাসী
হামলায় নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত ১০টার দিকে
কানুরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি
ঘটে। সন্ত্রাসীরা
তাকে দেশিয় অস্ত্র দিয়ে
কুপিয়ে হত্যার পর মৃতদেহ
সড়কের পাশে একটি ধান
ক্ষেতে ফেলে চলে যায়। এই
ঘটনার পর নিহতের লোকজন
উত্তেজিত হয়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের
প্রায় ১৫টি ঘর ও
দোকানপাট ভাঙচুর করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত
থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক
করেছে।
ঘটনার
আগে মুর্শেদ আলী নান্দাইলের কানুরামপুর
বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান
থেকে মটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। এ
সময় তার মটরসাইকেলে আরোহী
ছিল পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের নাজিম উদ্দিন ও
কুতুবপুর গ্রামের মুজিবুর রহমান। মুর্শেদ
আলী কানুরামপুর-মধুপুর সড়কে বাড়ির
অদূরে পৌঁছলে কানুরামপুর প্রাথমিক
বিদ্যালয়ের পাশে তার মটরসাইকেল
ব্যারিকেট করে সশস্ত্র একদল
সন্ত্রাসী। মুখোশ
পরিহিত সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে
মুর্শেদ আলীকে কুপাতে শুরু
করলে তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর
আহত হন সঙ্গী মুজিবুর
রহমান। পরে
দুই সঙ্গী দৌঁড়ে ঘটনাস্থল
ত্যাগ করে। এরপর
মুর্শেদ আলীকে নৃশংসভাবে শরীরের
বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু
নিশ্চিত করে সড়কের পাশে
একটি ধানী জমিতে মৃতদেহ
ফেলে যায়।
এ ঘটনার পর রাতেই
আহত মুজিবুর রহমানকে প্রথমে নান্দাইল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে
ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর নিহতের
লোকজন উত্তেজিত হয়ে কানুরামপুর, দত্তপুর
ও কুতুবপুর এলাকার প্রায় ১৫টি
বসত ঘর ও বাজারের
দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। খবর
পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আসার চেষ্টা চালায়।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে
দেখা যায়, সেখানে অতিরিক্ত
পুলিশ অবস্থান করছে। মুর্শেদ
আলী হত্যার ঘটনায় জড়িত
থাকার সন্দেহে থানা পুলিশ নূরুল
ইসলাম নূরু (৬০) নামে
একজনকে আটক করেছে।
নিহতের
স্ত্রী জানান, আমাদের কোন
সন্তান নেই। একমাত্র
পালিত সন্তান সিয়ামকে (৪)
নিয়ে আমার সুখের সংসার
ছিল। আজ
আমি অসহায়। আমি
খুনিদের ফাঁসি চাই।
নিহতের
বড় ভাই সিদ্দিক আলী
জানান, মুর্শেদ আলী একবার ইউনিয়ন
পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিল। এছাড়া
সে বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। বিগত
দিনের শত্রুরা সংঘবদ্ধভাবে এখুনের ঘটনাটি ঘটিয়েছে।
জানতে
চাইলে নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. কামরুল
ইসলাম মিয়া একজনকে আটকের
সত্যতা স্বীকার করে বলেন, লাশ
উদ্ধার করে মর্গে পাঠানো
হয়েছে। এ
ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)