শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আত্নপ্রকাশ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ঐতিহ্যবাহী
ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জে স্থানীয়
ও জেলার বিভিন্ন উপজেলার
৩১ জন সাংবাদিক নিয়ে
শম্ভুগঞ্জ প্রেসক্লাব-এর যাত্রা শুরু
করেছে।
শুক্রবার
(১০ মে ২০১৯) বিকাল ৩টায় শম্ভুগঞ্জ
বাজারে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদরসহ ময়মনসিংহের ৮টি
থানার সাংবাদিক নিয়ে ২১ সদস্যের
কার্যকরী পরিষদ গঠন করা
হয়।
এতে
সর্বসম্মতিক্রমে সভাপতি পদে স্বপন
কুমার ভদ্র ( স্টাফ রিপোর্টার
দৈনিক স্বজন), সহ সভাপতি শাহ
আলম ভূইয়া, (দৈনিক ইত্তেফাক, নান্দাইল
উপজেলা সংবাদদাতা) সাধারণ সম্পাদক মুহাম্মদ
রায়হান উদ্দিন সরকার, (দি
নিউ নেশন, দৈনিক ইংরেজি
পত্রিকা গৌরীপুর উপজেলা প্রতিনিধি) সহ-সাধারণ সম্পাদক, মো:
ছাদেকুল ইসলাম ( দৈনিক শ্বাশত বাংলা
ভ্রাম্যমান প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক, মো: রফিক বিশ্বাস
(দৈনিক মানব জমিন, তারাকান্দা
উপজেলা প্রতিনিধি) সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক
সম্পাদক প্রভাষক মোহাম্মদ আমিনুল হক (দৈনিক
আলোকিত বাংলাদেশ, নান্দাইল উপজেলা প্রতিনিধি), কোষাধ্য,
মো: লতিফুল হাসান মাসুদ
( নেত্রকোনা নিউজ টুয়েন্ডি ফোর
ডট কম, শম্ভুগঞ্জ) ক্রীড়া
সম্পাদক, মো: রেজাউল হাসান
সুমন, (নেত্রকোনা নিউজ টুয়েন্ডি ফোর
ডট কম) দপ্তর সম্পাদক,
ডা. অপূর্ব ঘোষাল (হাকিম
সমাচার, বিশেষ প্রতিনিধি, শম্ভুগঞ্জ)
, আই.সি.টি বিষয়ক
সম্পাদক মো: হুমায়ুন কবীর
ভূঞা (দৈনিক যায়যায়দিন ও
দৈনিক সকালের দুনিয়া, নান্দাইল
উপজেলা প্রতিনিধি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো:
মোজাম্মেল হোসেন, (সময় বিডি ডট
কম) যোগাযোগ ও প্রচার সম্পাদক,
মো: তফাজ্জল হক ( নব কল্যাণ,
ময়মনসিংহ সদর) কার্যকরি সদস্য,
অমিও দত্ত ভৌমিক ( বাংলা
নিউজ টুয়েন্টি ফোর, ওয়েব ইনচার্জ)
বিশ্বজিত দত্ত ভৌমিক ( সহকারী
নিউজ এডিটর, বৈশাখী টিভি),মো: রকিব মানিক
( সিনিয়র রিপোর্টার, একুশে টিভি), মো:
মোস্তাফিজুর রহমান (দৈনিক সমকাল,
গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা
প্রতিনিধি) রিপন চন্দ্র বর্মন
(স্টাফ রিপোর্টার, নান্দাইল নিউজ) মো: মেহেদী
হাসান (মানবাধিকার প্রতিদিন ,গৌরীপুর উপজেলা প্রতিনিধি) , মো:
রুমান ইসলাম ( ফটো সাংবাদিক, শম্ভুগঞ্জ)
সেলিম রানা ( দৈনিক মাতৃছায়া,
ফুলপুর উপজেলা প্রতিনিধি) ঝুটন
চন্দ্র ঘোষ (দৈনিক যায়যায়দিন,
হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি) সম্মানিত
সদস্যবৃন্দগণ ওমর ফারুক, রুনা
বেগম, লাকী বেগম প্রমুখ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা
বা ছবিনকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুকআইডি
আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয়পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)