WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

30 December 2018


নান্দাইলে ঐক্যফ্রন্ট প্রার্থী খুররম খান চৌধুরীর ভোট বর্জন
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ   
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, ময়মনসিংহ উত্তর বিএনপির আহবায়ক খুররম খান চৌধুরী ভোট বর্জন করেছেন তিনি রবিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন

খুররম খান চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- (নান্দাইল) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাঁর সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন

খুররম খান চৌধুরী অভিযোগ করে বলেন, ১১৫টি কেন্দ্রে তার মনোনীত পোলিং এজেন্টদেরকে প্রশাসনের সামনে প্রতিপক্ষের লোকজন জোড়পূর্বক বের করে দেয় পোলিং এজেন্টসহ তার ৮জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে বলে জানান

তিনি আরও জানান, নির্বাচনী এজেন্ট তার পুত্র নাসের খান চৌধুরীর উপর নান্দাইলের চর উত্তরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালানো হয় ধরণের অনিয়মের প্রতিবাদ তিনি স্থানীয় কর্তৃপক্ষের কাছে করে কোন প্রতিকার না পেয়ে নির্বাচন বর্জন করেছেন বলে তার স্বাক্ষরিত একপত্রে তা উল্লেখ করেছেন

তবে স্থানীয় উপজেলা প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছেকোথাও কোন ধরণের অনিয়ম হয়নি

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.