নান্দাইলে কে হাসবেন শেষ
হাসি?
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহ-৯
নান্দাইল আসনে মূলত লড়াই হবে বর্তমান এমপি ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনোয়ারুল আবেদীন
খান ও বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক এমপি খুররম খান চৌধুরীর সাথে। আজ একাদশ জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে এমনটাই ভাবছেন সাধারণ ভোটাররা।

আনোয়ারুল
আবেদীন খান নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় বিভক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি নিজে একটি
আহবায়ক কমিটি নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যান। সেইসাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড
নিয়ে নিরলসভাবে এলাকায় কাজ করে যাওয়ায় তার জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে আনোয়ারুল
আবেদীন খান একজন জনপ্রিয় প্রার্থী।
অপরদিকে,
জেলা উত্তর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী নান্দাইল আসন থেকে তিনবার
এমপি হয়েছেন। একবার এমপি হয়েছেন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ আসন থেকে। তিনি নান্দাইলের
একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মোট চারবার
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দল বদলের মাধ্যমে বিএনপি থেকে জাতীয় পার্টি এবং শেষ
পর্যন্ত বিএনপিতে যোগ দিয়েছেন। দীর্ঘকাল রাজনীতির সাথে যুক্ত থাকায় খুররম খান চৌধুরীর
নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।
কয়েকজন
ভোটার বলেন, নির্বাচনী মাঠে অন্য ছোট দলগুলোর প্রার্থী থাকলেও তারা নির্বাচনী মাঠে
কোনো প্রভাব বিস্তার করতে পারছেন না। প্রচারণা, দলীয় ভোটসহ ব্যক্তি ইমেজের কারণে মূলত
ভোট লড়াই হবে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মধ্যে। শেষ পর্যায়ে কে বিজয়ের
হাসি হাসেন এটাই এখন দেখার অপেক্ষা।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)