স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহ-৯
(নান্দাইল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী, জেলা কৃষকলীগের
সাধারণ সম্পাদক আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকা প্রতীক নিয়ে ২২৭০৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, জেলা
বিএনপির উত্তর আহবায়ক খুররম চৌধুরী ধানের শীষ নিয়ে পেয়েছেন ২০৮৫৮ ভোট।
খুররম
খান চৌধুরী দুপুর ১২টার দিকে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এক লিখিত বিজ্ঞপ্তির
মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আনোয়ারুল আবেদীন খান এ আসনে দ্বিতীয়বার এমপি হলেন।
এ
আসনের ১১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও
সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলে বলে নান্দাইল সহকারী রিটার্নিং অফিসার জানান।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)