শিক্ষক লাল মাহমুদ আর নেই
স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার ছনাটিয়া গ্রামের বাসিন্দা বীরকামটখালী জেবি উচ্চ বিদ্যালয়ের
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক লাল
মাহমুদ (৭০) আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি
... রাজিউন। তিনি
উপজেলার বেতাগৈর ইউপির বীরকামটখালী দাখিল
মাদ্রাসার সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩
মেয়ে ও ২ ছেলেসহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেলে স্থানীয় হাটশিরা
বাজারের ঈদগা মাঠে তাঁর
নামাজের জানাযা শেষে পারিবারিক
কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)