কোন কাননের ফুল ....!
স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
শিশুটি
কোন কাননের ফুল কেউ
জানে না। এক
ধানের ক্ষেত থেকে গত
রবিবার রাতে নবজাতক এক
কন্যা শিশুকে জীবিত অবস্থায়
দুই ছাত্র উদ্ধার করে
স্থানীয় থানায় নিয়ে আসে। ময়মনসিংহ-
কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল উপজেলার
ঘোষপালা এলাকায় এই ঘটনাটি
ঘটেছে।
জানা
যায়, ঘোষপালা এলাকার কলেজ ছাত্র
আনিছুর রহমান হৃদয় রবিবার
সন্ধ্যার দিকে সড়কের পাশে
একটি ধানি জমি থেকে
শিশুর কান্নার শব্দ শুনতে পায়। হৃদয়
বাড়িতে মোবাইলে কল করে তার
বড় ভাই মিজানুর রহমান
বিপুলকে ঘটনাস্থলে এনে শিশুর কান্নার
শব্দ শোনায়। পরে
দুইভাই মোবাইল সেটের আলোতে
অনুসন্ধান শুরু করে কোথায়
থেকে আসছে কান্নার শব্দ। এক
পর্যায়ে ধান ক্ষেতের মাঝে
দেখা যায় কাপড়বিহীন একটি
শিশু পড়ে আছে।
শিশুটি সামান্য নাড়াছড়া ও কান্নাকাটি করছে। তাদের
একজন নিজের টি শার্ট
খুলে শিশুটিকে মুড়িয়ে কোলে তুলে
নেয় এবং তারা নান্দাইল
মডেল থানায় শিশুটিকে নিয়ে
আসে।
নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. কামরুল ইসলাম
মিয়া শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে ভর্তি করান।
এ
খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে
দেখতে অনেক মানুষ হাসপাতালে
ভিড় জামায়। অনেক
নিঃসন্তান দম্পত্তি এই কন্যা শিশুটিকে
দত্তক নিয়ে আগ্রহ দেখাচ্ছেন।
জানতে
চাইলে হাসপাতালের চিকিৎসক নির্ঝর সাহা জানান,
শিশুটি ভালো আছে।
তবে তার মায়ের দুধের
প্রয়োজন রয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)