স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
বীরাঙ্গনা
সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড
-২০১৬ পেয়েছেন বৃহত্তর ময়মনসিংহের ১৪জন গুনী মানুষ। আজ
শনিবার (১০ নভেম্বর ২০১৮)
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শহীদ
সাহাব উদ্দিন মিলনায়তনে তিনি
এ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। শিল্পকলা,
শিক্ষা, ভাষা ও সাহিত্য
বিষয়ে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের
জন্য কিশোরগঞ্জ জেলার নক্ষত্র পুরুষ,
প্রবীন সাংবাদিকতা ও লেখক মু,আ, লতিফ এ
অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
তিনি উক্ত ইলেক্টোরাল ভোটিং
সিস্টেমে এ অ্যাওয়ার্ডের জন্য
সর্বাধিক ভোটে নির্বাচিত হন।
ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ পৌরসভার
সাবেক মেয়র মো.ইকরামুল
হক টিটু সনদ ও
ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেন।
শিল্পকলা,
শিক্ষা, ভাষা ও সাহিত্যে
নির্বাচিত অন্যরা হলেন, আলী
আহাম্মদ খান আইয়োব, আলহাজ্ব
আবদুর রশিদ, সমাজসেবা ক্ষেত্রে
অধ্যাপক ডা. মুকতাদির, আলহাজ্ব
এম এ ওয়াহেদ, রাধাচরণ
সাহা রায় ও ইঞ্জিনিয়ার
মো. মোজাফর হোসেন।
শিল্পকলায় ও শিক্ষায় ফারুক
আহাম্মেদ। গবেষণায়
ইঞ্জিনিয়ার মিথুন কুমার দাস। সাংবাদিকতা
ও আলোকচিত্রে বিজয়ীরা হলেন, সময়টিভির ময়মনসিংহ
ব্যুরো প্রধান মো. হারুনর
রশিদ, প্রথম আলোর ময়মনসিংহ
প্রতিনিধি কামরান পারভেজ, নেত্রকোণার
সিনিয়র সাংবদিক হায়দার জাহান চৌধুরী,
দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু
ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিনিয়র
করেসপন্ডেন্ট ইকরাম-উল-দৌলা।
দি
ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা
সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের
প্রেসিডেন্ট আলহাজ্ব মো. ফজর আলীর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও
প্রধান বক্তা হিসেবে ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ পৌরসভার
সাবেক মেয়র মো.ইকরামুল
হক টিটু বক্তব্য রাখেন।
বিশেষ
অতিথি হিসেবে কৃষিবিদ ড.
সামীউল আলম লিটন, দি
ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা
সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,
আমন্ত্রিত ইলেক্টর অধ্যাপক নাজমা মমতাজ, ক্রিয়েটিভ
এসোসিয়েশন ও ইলেক্টোরাল কমিটির
নির্বাহি সদস্য শাহ্ আলম
ভূইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)