শিক্ষক আবশ্যক
-----------
নান্দাইল
প্রি-ক্যাডেট স্কুল-এ মর্নিং
শিফটের জন্য সহকারী শিক্ষক
পদে কয়েকজন লোক (নারী)
জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত
যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ। অভিজ্ঞতা
সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
আগামী
০৪ অক্টোবর, রোজ বৃহস্পতিবার বেলা
২টার মধ্যে এককপি ছবি
ও প্রয়োজনীয় কাগজপত্র, একটি সচল মোবাইল
নম্বর উল্লেখসহ নিজ হাতে লেখা
আবেদন জমা দিতে হবে। বেতন
ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ
করা হবে।
বি.দ্র. পূর্বে যাঁরা
আবেদন করেছেন এবং পুরুষ
প্রার্থীদের আবেদন করার প্রয়োজন
নেই।
পরিচালক
নান্দাইল
প্রি-ক্যাডেট স্কুল
(নান্দাইল
মডেল থানার সামনে)
নান্দাইল,
ময়মনসিংহ।
প্রয়োজনে-
০১৭১৮ ০০৭ ৩৩৮