স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল ‘মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ও
চাকুরী জাতীয়করণ’ শীর্ষক সম্মেলন বৃহস্পতিবার
বিকেলে (২৭ সেপ্টেম্বর) চন্ডীপাশা
সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল
উপজেলা শাখা জমিয়াতুল মুদার্রেছিনের
সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল মুনসুরের সভাপতিত্বে
অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও
শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এতে
প্রধান অতিথি হিসেবে স্থানীয়
আওয়ামীলীগ দলীয় এমপি আনোয়ারুল
আবেদীন খান উপস্থিত ছিলেন। প্রধান
আলোচক ছিলেন জেলা জমিয়াতুল
মুদার্রেছিনের সভাপতি ড. ইদ্রিস
খান। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নান্দাইল পৌর সভার মেয়র
রফিক উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)