স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের আঞ্জুয়ারা বেগম (৪০) নামে
এক নারী মাদক বিক্রেতাকে
৬ মাসের সাজা দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত।
বুধবার
(১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে
নির্বাহী হাকিম ও উপজেলা
নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী
ইমাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত
ওই নারী কাদিরপুর গ্রামের
জনৈক ইমদাদুল হকের স্ত্রী ।
জেলা
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সূত্রে জানা যায়, ওই
গ্রামের আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন ধরে
মাদক বিক্রি করে আসছে। জেলা
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
উপ-পরিচালক মির্জা মো. তোফাজ্জল
হোসেনের নেতৃত্বে একটি দল আঞ্জুয়ারাকে
গ্রেফতার করে। এ
সময় তার কাছ থেকে
৫০ গ্রাম গাঁজা পাওয়া
যায়। পরে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাজা প্রদান
করা হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)