নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক
সমিতির নির্বাচন আজ মঙ্গলবার (১৮
সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। তিন
বছর মেয়াদি এ কমিটির
সভাপতি পদে সুলতান আহম্মাদ
ও সাধারণ সম্পাদক পদে
মোহাম্মদ মোসলেহ উদ্দিন নির্বাচিত
হয়েছেন। উপজেলা
মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে
অনুষ্ঠিত এ ভোট উৎসবে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন
উদ্দিন আহম্মদ প্রিজাইডিং অফিসার
হিসেবে দায়িত্ব পালন করেন।
মোট
৩৫৮ জন ভোটারের মধ্যে
৩৫৪ জন ভোটিং ক্ষমতা
প্রয়োগ করেন। দিনব্যাপী
উৎসবপূর্ণ আমেজে ভোটারগণ তাদের
পছন্দের প্রার্থীদের ভোট দেন।
ঘোষিত
ফলাফলে জানা যায়, বাকচান্দা
আব্দুস সামাদ একাডেমির প্রধান
শিক্ষক সুলতান আহম্মাদ ১৮৭
ভোট পেয়ে সভাপতি পদে
নির্বাচিত হয়েছেন। তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. রুহুল আমিন
পেয়েছেন ১৬৬ ভোট।
অপরদিকে,
আচারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মোহাম্মদ মোসলেহ উদ্দিন সাধারণ
সম্পাদক পদে ১৩৫ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বি কিসমত বনগ্রাম উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.
আমিনুল হক পেয়েছেন ১৩১
ভোট। সভাপতি
পদে দুইজন এবং সাধারণ
সম্পাদক পদে তিনজন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইতোমধ্যে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ন সাধারণ সম্পাদক
(১) পদে তাসলিম
আল সাদাত, যুগ্ন সাধারণ
সম্পাদক (২) পদে মো.
আসাদুজ্জামান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক
পদে মো. জাহাঙ্গীর আলম,
কোষাধ্যক্ষ পদে মো. দেলোয়ার
হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক
পদে মো. আতাউর রহমান,
সমাজ কল্যাণ সম্পাদক পদে
আনোয়ারুল হক, ধর্মীয় সম্পাদক
পদে মো. জয়নাল আবেদীন,
ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক
পদে মোহাম্মাদ নাজমুল হক খান,
মহিলা সম্পাদক পদে জেবুনেছা দীপ্তি
এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক পদে মো. রফিকুল
ইসলাম নির্বাচিত হয়েছেন বলে জানা
যায়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)