স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আ ক ম রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তাকে নান্দাইল পৌর শহরের চারিআনিপাড়াস্থ নিজ বাসভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়।
দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আজ দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি ঢাকা থেকে নান্দাইলের বাসায় প্রবেশের মুহূর্তেই নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতার করে দ্রুত ময়মনসিংহ কারাগারে প্রেরণ করে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি
ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা
বা
ছবি
নকল
করা
বা
অন্য
কোথাও
প্রকাশ
করা
সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’
ফেসবুক
আইডি
আমাদের
সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ
যে
কোন
নিউজ
ও
ছবি
ফেসবুকে শেয়ার
করলে
কোন
আপত্তি
থাকবে
না)