স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইলে ডাঃ এস আলম
ওরফে মোঃ আব্দুল আলীম
নামে একজন ভুয়া এমবিবিএস
ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ জুলাই) বিকালে
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সংলগ্ন মেডিপ্যাথ
প্যাথলজি ডায়গোনষ্টিক সেন্টার থেকে ওই ভুয়া
ডাক্তারকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি
নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নান্দাইল,
কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে
চেম্বার খোলে রোগী দেখে
আসছে।
এই ভুয়া ডাক্তারকে নিয়ে
বেসরকারী একটি টিভি চ্যানেলের
তালাশ টিম এক অনুসন্ধানী
সংবাদ প্রকাশ করে।
সম্প্রতি ওই ভুয়া ডাক্তার
নান্দাইলে রোগী দেখে প্রতারণা
চালালে এলাকাবাসী স্থানীয় সাংবাদিক ও থানা পুলিশকে
বিষয়টি অবহিত করে।
জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল
আলীমের বাড়ি কুমিল্লার বুড়িচং
উপজেলার পারুয়ারা গ্রামে। তার
বাবার নাম মৃত আব্দুল
মজিদ।
গ্রেফতারের
সময় আব্দুল আলীম চিকিৎসা
পেশার কোন সনদপত্র দেখাতে
পারেনি। তার
বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় রবিবার
একটি নিয়মিত মামলা করা
হয়েছে।
নান্দাইল
মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান
জানান, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক চিকিৎসক আকাইদ বাদী হয়ে
এ মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)