স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের
২৪ জন মেধাবী শিক্ষার্থীর
হাতে বৃহস্পতিবার (২৬ জুলাই ২০১৮)
আনুষ্ঠানিকভাবে পুরস্কার
তুলে দেয়া হয়েছে।
নান্দাইল
প্রি-ক্যাডেট স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৭
সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হয়। এতে
প্লে শ্রেণি থেকে চতুর্থ
শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে
৯ জন ট্যালেন্টপুলে এবং
১৫ জন সাধারণ গ্রেডে
বৃত্তি লাভ করে।
বৃহস্পতিবার
নান্দাইল প্রি-ক্যাডেট স্কুল
হল রুমে অধ্যক্ষ আবদুর
রাশিদ এর সভাপতিত্বে এক
আলোচনা সভায় স্কুলের পরিচালক
শাহ্ আলম ভূঁইয়া, স্কুল
পরিচালনা পর্যদের সদস্য মো. মিজানুর
রহমান, মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ,
মো. শামছুল আলম প্রমূখ
বক্তব্য রাখেন। অভিভাবকগণের
পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক
কানীজ ফোয়ারা নাহীদ ও
বেনজীর আহমেদ। পরে
বৃক্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে
স্কুল কর্তৃপক্ষ সনদপত্র, নগদ অর্থ ও
রজনীগন্ধার স্টিক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত
মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে প্লে শ্রেণির
আহমেদ ইশমাম ইয়াসা (ট্যালেন্টপুল),
মাহাসিন নূর রহমান আলবির
(ট্যালেন্টপুল), সুকন্যা ঘোষ (ট্যালেন্টপুল), আরিফা
তাবাসসুম রিমি (ট্যালেন্টপুল),
স্নেহা (সাধারণ গ্রেড), ইপসা আহ্মেদ (নোভা)
(সাধারণ গ্রেড), নাবিল
নাস্উল্লাহ (সাধারণ গ্রেড), নূসরাত জাহান নিসা
(সাধারণ গ্রেডে), সামিহা তাসনোভা (সাধারণ
গ্রেড) ও বিন্দু রানী
বর্মন (সাধারণ গ্রেড)।
নার্সারি
শ্রেণির মাধুর্য সাহা মুগ্ধ (ট্যালেন্টপুল), নবনিতা
সাহা (সাধারণ গ্রেড), নৌশিন তাবাসসুম (তুরা)
(সাধারণ গ্রেড) ও জানাতুন
নূর (রওজা) (সাধারণ গ্রেড)।
প্রথম
শ্রেণির আহনাফ তাহমিদ আকন্দ
(রাফিদ) (ট্যালেন্টপুল),আফ্নান রাজ তপু
(সাধারণ গ্রেড) ও মোছাঃ
মিরজুমা ইসলাম (মেরিন) (সাধারণ
গ্রেড)।
দ্বিতীয়
শ্রেণি থেকে তানজিনা তাবাসসুম
(ট্যালেন্টপুল), ইসরাত জাহান ফাইজা
(সাধারণ গ্রেড) ও সাবিলা
জান্নাত সাবা (সাধারণ গ্রেড)। তৃতীয়
শ্রেণির জান্নাতুল ফেরদৌস রাইসা (ট্যালেন্টপুল)।
চতুর্থ
শ্রেণি থেকে মেহেদী হাসান
অন্তর (ট্যালেন্টপুল), মোঃ যোবায়ের (সাধারণ
গ্রেড) এবং জান্নাতুল
মাওয়া লামিয়া (সাধারণ গ্রেড)।
পুরস্কারপ্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা
ও তাদের অভিভাবকগণ এ
আনন্দঘন অনুষ্ঠানে ব্যাপক খুশি বলে
মত প্রকাশ করেন।