শিক্ষক পদে চাকরির সুযোগ
নান্দাইল
পৌর শহরে স্থাপিত ‘স্বপ্নকুঁড়ি স্কুল’এর চণ্ডীপাশা আদর্শ পল্লী (অবসর ভবন), আচারগাঁও উত্তর (নাথপাড়া) ও চারিআনিপাড়া (খালপাড়-আমোদাবাদ সংলগ্ন) তিনটি শাখার জন্য সহকারী শিক্ষক পদে কয়েক লোক (নারী) নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ.এস.সি পাস। নান্দাইল পৌর শহরে বসবাসকারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুলাই ২০১৮ খ্রি. রোজ সোমবার বিকাল ৪টার মধ্যে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর, এককপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।
পরিচালক
শাহ্ আলম ভূঁইয়া
স্বপ্নকুঁড়ি স্কুল
প্রযত্নে: অনুপম মিডিয়া
শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মার্কেট
নতুন বাজার, নান্দাইল, ময়মনসিংহ।
প্রয়োজনে : ০১৭১০ ৬৫ ২৩ ৬৫