স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল পৌরশহরের চারিআনিপাড়া এলাকার এক পরিত্যক্ত
ডোবা থেকে সোমবার (০৬
আগষ্ট ) আবুল মুনসুর নামে
এক যুবকের মৃতদেহ উদ্ধার
করেছে পুলিশ।
আবুল
মুনসুর চারিআনিপাড়া এলাকার জনৈক সিরাজ
উদ্দিনের পুত্র। তার
পরিবার জানায়, বাস শ্রমিক
হিসেবে কাজ করতো মুনসুর। তার
মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
থানা
পুলিশ জানায়, মুনসুর মাদকাসক্ত
ছিল । তার
মৃত্যুর ব্যাপারে থানায় একটি অপমৃত্যু
মামলা হয়েছে। মৃতদেহ
মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)