স্বপ্নকুঁড়ি স্কুলের মাসিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
লার্নিং
ফর লাইফ এই প্রতিপাদ্যে
প্রতিষ্ঠিত ‘স্বপ্নকুঁড়ি স্কুল’। এই
স্কুলের তিনটি শাখার ছাত্র-ছাত্রীদের মাসিক পরীক্ষার (ফেব্রুয়ারি-২০১৮খ্রি.) ফলাফল আজ বুধবার
(২৮/০২/১৮ খ্রি.)
প্রকাশিত হয়েছে। গত
শনিবার (২৪/০২/১৮)
স্বপ্নকুঁড়ি স্কুল’-এর খুদে
শিক্ষার্থীরা প্রথমভাবের মতো পরীক্ষায় অংশ
গ্রহণ করে। পরীক্ষা
শেষ হয় গতকাল মঙ্গলবার,
২৭ ফেব্রুয়ারি।
‘স্বপ্নকুঁড়ি
স্কুল’-এর প্রকাশিত ফলাফলে
*চন্ডীপাশা আদর্শ পল্লী শাখায়
প্লে গ্রুপের শারমীন আক্তার রিয়া
মেধা তালিকায় প্রথম স্থান, মিশকাতুল
তাহিয়া, রিফাত মিয়া যৌথভাবে
দ্বিতীয় স্থান, মরিয়ম আক্তার
তৃতীয় স্থান আর্জন করে। একই
শাখার নার্সারি শ্রেণি থেকে সাদিয়া
আফরিন শিমু প্রথম স্থান,
হাসান মুহাম্মদ লিয়ন দ্বিতীয় স্থান
ও বরকত উল্লাহ তৃতীয়
স্থান অর্জন করে।
*আচারগাঁও
উত্তর (নাথপাড়া)শাখায় প্লে গ্রুপের
রুবাইয়া বিনতে আতিহা মেধা
তালিকায় প্রথম স্থান, মুগ্ধ
চন্দ্র কর দ্বিতীয় স্থান
ও যৌথভাবে শ্রাবন্তী রাণী বর্মণ, সেতু
তৃতীয় স্থান অর্জন করে। ওই
শাখার নার্সারি শ্রেণি থেকে সৃষ্টি
চৌহান মেধা তালিকায় প্রথম
স্থান, সৌরভ সূত্রধর দ্বিতীয়
স্থান অর্জন করে।
*চারিআনিপাড়া
(আমোদাবাদ সংলগ্ন) শাখায় প্লে গ্রুপ
থেকে জানাতুল ফেরদৌস মেধা তালিকায়
প্রথম স্থান, যৌথভাবে ইজাজুল,
সামিয়া আক্তার কলি দ্বিতীয়
স্থান ও আফসানা জাহান
হুমাইরা তৃতীয় স্থান অর্জন
করে।
‘স্বপ্নকুঁড়ি স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শাহ্ আলম ভূঁইয়া বলেন, আমার প্রাণের প্রতিষ্ঠান ‘স্বপ্নকুঁড়ি স্কুল। এখানে মান সম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া করানো হচ্ছে। প্রিয় এলাকাবাসী, সকল সুহৃদ, শুভানুধ্যায়ী সার্বিক সহযোগিতা-সহমর্মিতা নিরন্তর প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই ‘স্বপ্নকুঁড়ি স্কুল’নিজস্ব পরিচয়ে স্বমহিমায় জ্ঞানের আলো ছড়াবে আশা করছি।
‘স্বপ্নকুঁড়ি স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শাহ্ আলম ভূঁইয়া বলেন, আমার প্রাণের প্রতিষ্ঠান ‘স্বপ্নকুঁড়ি স্কুল। এখানে মান সম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া করানো হচ্ছে। প্রিয় এলাকাবাসী, সকল সুহৃদ, শুভানুধ্যায়ী সার্বিক সহযোগিতা-সহমর্মিতা নিরন্তর প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই ‘স্বপ্নকুঁড়ি স্কুল’নিজস্ব পরিচয়ে স্বমহিমায় জ্ঞানের আলো ছড়াবে আশা করছি।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)