স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের একটি বিল থেকে
আজ শনিবার (০৩ মার্চ ২০১৮)
সকালে এক অজ্ঞাত নারীর
মৃতদেহ উদ্ধার করেছে থানা
পুলিশ। এটি
পরিকল্পিত হত্যাকান্ড বলে সন্দেহ করা
হচ্ছে।
নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. ইউনুস আলী
জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুল্লিবিল
থেকে প্রিন্টের শাড়ী ও বোরকা
পরিহিত এক নারীর (৪০)
লাশ উদ্ধার করা হয়েছে। থানার
উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন
জানান, মৃতদেহে আঘাতের চিহৃ রয়েছে। ময়না
তদন্তের জন্য লাশটি আজ
কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)