নান্দাইলে মিটওয়াইফ পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইলে আজ বৃহস্পতিবার (১৮
জানুয়ারি ২০১৮)মিটওয়াইফ পরিচিতি
সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক
স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা
কর্মসূচির আয়োজনে নান্দাইল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত
হয়।
সভায়
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. অনুপম ভট্টাচার্য। অন্যান্য
অতিথিদের মধ্যে রাখেন, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. আব্দুল মোতালেব, জেলা
ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কি, ব্র্যাক স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচীর
ম্যানেজার মো. হারুনুর রশিদ
প্রমূখ।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)