WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

09 January 2018

বিএনপি সাম্প্রদায়িক বিষবৃক্ষ, জঙ্গি রাজাকারের আস্তানা   - তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি হলো সাম্প্রদায়িক বিষবৃক্ষ, জঙ্গি রাজাকারের আস্তানা বিএনপি বঙ্গবন্ধুকে মানে না তারা পাকিস্তানের দালাল, খালেদার হাতে বাংলাদেশ নিরাপদ নয় এই সব লুটেরা দুর্নীতিবাজদের শায়েস্তা করতে হবে

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের নান্দাইলে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন নান্দাইল উপজেলা জাসদের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমি ময়মনসিংহ- (নান্দাইল) আসনে জাসদ ১৪ দলের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনকে আপনাদের সামনে হাজির করার জন্য এসেছি রাজনীতিতে ভালো মানুষের দরকার আছে ২০১৮ সালের নির্বাচনের জন্য মহাজোটের ঐক্য আরও ঘনিষ্ঠ করতে হবে যার যা সম্মান, মর্যাদা তাকে তা দিতে হবে- কথা আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বলেছি আওয়ামীলীগ জাসদ ঐক্যে থাকলে মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হয় জঙ্গি দমনে নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত টুপিওয়ালা হুজুররা চক্রান্ত করছে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদ ,মন্দির, গীর্জা মঠ যদি রক্ষা করতে চান বিএনপি যাতে কোন দিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে মানুষ পোড়ানোর নেত্রী, জঙ্গির নেত্রী রাজাকারদের নেত্রী খালেদা

দেশের সুশাসন যদি চান, উন্নয়ন যদি ভোগ করতে চান , তাহলে বাংলাদেশের সংবিধান ব্যবস্থা চালু রাখতে হবে নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে খালেদা মামলা থেকে রক্ষা পেতে নির্বাচনের বিষয়ে দরকষাকষি শুরু করছে আসলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত না

জনসভায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহসভাপতি শফি ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, এডভোকেট সাদিক হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, সদস্য রতন সরকার, জেলা জাসদের সহসভাপতি নজরুল ইসলাম চুন্নু, উপজেলা জাসদ এর সিনিয়র সহসভাপতি পিকলু কুমার সাহা, আব্দুল আব্দুল খালেক, পৌর জাসদের সভাপতি আব্দুল হান্নান প্রমূখ 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.