WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

30 December 2017


নান্দাইলে স্বপ্নকুঁড়ি স্কুলের তিনটি শাখার উদ্বোধন
তৃণমূলে আধুনিক মানসম্মত শিক্ষার আলো পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য - পরিচালক
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
আধুনিক মানসম্মত শিক্ষার আলো নান্দাইলের তৃণমূলে পৌঁছে দেয়াইস্বপ্নকুঁড়ি স্কুলএর মূল উদ্দেশ্য সময়োপযোগী শিক্ষায় আজকের শিশুকে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে লক্ষ্যে সুদূর প্রসারি পরিকল্পনায়লার্নিং ফর লাইফপ্রতিপাদ্যে যাত্রা শুরু করেছে স্বপ্নকুঁড়ি স্কুলের কার্যক্রম আজ শনিবার (৩০ ডিসেম্বর ২০১৭) স্বপ্নকুঁড়ি স্কুলের তিনটি শাখার কার্যক্রম একযুগে উদ্বোধনকালে কথাগুলো বলেন স্কুলের পরিচালক মো. শাহ্ আলম ভূঁইয়া

তিনি আরও বলেন, শিক্ষার গুণগতমান বজায় রাখতে আমরা নিরন্তর প্রতিশ্রুতিবদ্ধ থাকবো স্বপ্নকুঁড়ি স্কুলে কম সংখ্যক বই এবং সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি প্রতিটি শ্রেণি কক্ষ শিশুবান্ধব পরিবেশ থাকবে   

সকাল ১১টায় নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা আদর্শ পল্লী (অবসর ভবন) শাখায়, বেলা ২টায় চারিআনিপাড়া (আমোদাবাদ সংলগ্ন) শাখায় এবং বিকেল ৪টায় আচারগাঁও উত্তর (নাথপাড়া) শাখায় আলোচনা সভা, মিলাদ মাহফিল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এতে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন এছাড়া, তিনটি শাখার স্কুল মনিটরিং অফিসার সাইমা রোম্মান রিমী, শ্রীদেবী রাণী সরকার, সাবিকুন্নাহারসহ প্রতিটি শাখা স্কুলের শিক্ষক অভিভাবকগণ অংশ নেন আলোচনা সভায় অংশ নেন স্বপ্নকুঁড়ি স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য প্রভাষক কানীজ ফোয়ারা নাহীদ, প্রধান শিক্ষক আজিজুন্নাহার শিউলী, রুমা আক্তার, হাওয়া আক্তার

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, ডা. আলাল উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক হুমায়ুন কবীর ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, মো. নূরুল হক ভূঁইয়া মেম্বার, মো. জালাল উদ্দিন, শিক্ষক মো. তোফায়েল আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক পিন্টু, সাইফুল ইসলাম, সারোয়ার হোসেন, মো. আলম, মো. চান মিয়া, মো. শাহাদৎ আলী, আব্দুল জলিল, সোহাগ মিয়া, মো. দুলাল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন
 
স্কুলের শাখাগুলোতে মিলাদ মাহফিলে দোয়া পড়ান নান্দাইল মডেল থানা মসজিদের ইমাম মাওলানা ফখর উদ্দিন আমোদাবাদ শহর আলী জামে মসজিদের ইমাম মো. আব্দুল মালেক  

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

      
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.