ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মহিউদ্দিন আহম্মদ
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহ
প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে
বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক
ও চ্যানেল আই’র সাংবাদিক
শেখ মহিউদ্দিন আহম্মদ। তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক যুগান্তরের ময়মনসিংহ
ব্যুরো প্রধান আতাউল করিম
খোকন। শেখ
মহিউদ্দিন পেয়েছেন ৪৪ ভোট আর
আতাউল করিম খোকন পেয়েছেন
৩৮ ভোট। উল্লেখ্য,
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদে পদাধিকার
বলে জেলা প্রশাসক দায়িত্ব
পালন করেন।
শুক্রবার
(২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে
প্রেসক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট এ.এইচ.এম.খালেকুজ্জামান
এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে
সহ-সভাপতি পদে বিজয়ী
হয়েছেন-মো. নওয়াব আলী ও
অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন
দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহের
নিজস্ব প্রতিবেদক নেয়ামুল কবির সজল।
যুগ্ম সম্পাদক পদে দৈনিক নয়া
দিগন্তের ময়মনসিংহ ব্যুরো প্রধান সাইফুল
মাহমুদ জয়ী হয়েছেন।
বিভাগীয়
সম্পাদক পদে ৮ প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন। এর
মধ্যে নির্বাচিতরা হলেন- বাংলাভিশনের স্টাফ
রিপোর্টার অমিত রায় , একুশে
টিভির আতাউর রহমান জুয়েল,
প্রকৌশলী নজরুল ইসলাম ও
মো. মোস্তাফিজুর রহমান।
সদস্য
পদে বিজয়ীরা হলেন-অ্যাডভোকেট আনিসুর
রহমান হাতেম, অ্যাডভোকেট আনোয়ারুল
হাসান রুমি, ডা. কে.আর ইসলাম, মীর
গোলাম মোস্তফা, মো. বাবুল হোসেন,
রবীন্দ্রনাথ পাল ও মো.
আব্দুল হাশিম।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)