নান্দাইলে ফসলের সাথে
এ কেমন শত্রুতা !
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাইজপাড়া গ্রামের এক কৃষকের ৫১
শতক জমিতে রোপন করা
শসা ও শিম গাছ
কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
আজ
শনিবার ভোরে ফসলের মালিক
আব্দুস সালাম জমিতে গিয়ে
দেখেন তার শসা ও
শিম গাছ কাটা অবস্থায়
মাটিতে পড়ে আছে।
এতে প্রায় ১০ লাখ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা
করা হচ্ছে শুক্রবার রাতে
কোন এক সময় দুর্বৃত্তরা
এই ঘটনাটি ঘটিয়েছে।
জমির
মালিক আব্দুল সালাম জানান,
প্রতিবেশি একজনের সাথে তার
পূর্বশত্রুতা রয়েছে। এর
জের হিসেবে এই ঘটনাটি
প্রতিপক্ষ ঘটিয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)