নান্দাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আসছেন রবিবার
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ময়মনসিংহের নান্দাইলে
রবিবার (১০ সেপ্টেম্বর) আসছেন। তিনি
উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়
মাঠে প্রধান অতিথির বক্তব্য
দিবেন। এছাড়া
তিনি নান্দাইল উপজেলা পরিষদ ভবনসহ
বিভিন্ন উন্নয়ন
প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর
স্থাপন করবেন।
এ
উপলক্ষে নান্দাইল পৌর শহরে বিপুল
সংখ্যক তোরণ নির্মাণ করা
হয়েছে। শহরের
মোড়ে মোড়ে ছেয়ে গেছে
প্যাস্টুন, ব্যানারসহ মন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন
শুভেচ্ছা বাণীতে।
অনুষ্ঠান
স্বার্থক করতে স্থানীয় সাংসদ
আনোয়ারুল আবেদীন খান, উপজেলা
পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী,
পৌর মেয়র রফিক উদ্দিন
ভূঁইয়াসহ দলীয় সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা দিন রাত কাজ
করছেন। প্রশাসনের
লোকজনও মন্ত্রীর আগমনে বিভিন্ন কাজে
দায়িত্ব পালন করছেন।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’- এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)