WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

10 September 2017



জনগণকে বিএনপি নামক দল থেকে সাবধান থাকতে হবে
                                                    - খন্দকার মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণকে বিএনপি নামক দল থেকে সাবধান থাকতে হবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে তখন একটি মানুষও আর না খেয়ে থাকবে না আওয়ামীলীগ ক্ষমতায় আসার সময় মাথাপিছু আয় ছিল ৫শত ৩২ ডলার বর্তমানে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১৬ শত ডলার

আজ রবিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন
স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আগামী দুই বছরে নান্দাইল উপজেলায় কমপক্ষে ৪শকোটি টাকার উন্নয়ন কাজ হবে কোন ব্রিজ, কালভার্ট, নির্মাণাধীন থাকবে না নান্দাইল পৌর সভাকে আগামীকাল থেকে দ্বিতীয় শ্রেণিতে ঘোষণা করা হল ২০১৮ সালে জাতীয় নির্বাচনের বিষয়ে বলেন, আগামী নির্বাচনে আমি দলীয় টিকিট পাব কিনা জানি না তবে আমি নেত্রীকে বলবো নান্দাইলে আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিকল্প প্রার্থী নেই

বক্তব্যের পূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন  উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ভিত্তি প্রস্থর স্থাপন করেন
সময় মঞ্চে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ- আসনের সাংসদ শরীফ আহমেদ, সিরাজগঞ্জ- আসনের সাংসদ হাবিবে মিল্লাত, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ উদ্দিন, এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়াসহ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ   

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.