মিয়ানমারে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
মিয়ানমারে
সংখ্যালঘু মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন
ও নির্বিচারে
হত্যা বন্ধ করার দাবিতে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আজ মঙ্গলবার সকাল
১১টায় এক মানববন্ধন কর্মসূচী
পালন করা হয়েছে।
ময়মনসিংহ-
কিশোরগঞ্জ মহাসড়কের ওপর নান্দাইল উপজেলা
পরিষদের সামনে এ কর্মসূচী
নান্দাইলবাসীর ব্যানারে পালন করা হয়। এতে
বিপুল সংখ্যক মানবতাবাদী স্থানীয়
মানুষ অংশ নেন।
এ
সময় বক্তব্য রাখেন মো. লুৎফর
রহমান, এটিএম ইমদাদুল্লাহ, হাসান
মুহাম্মদ ও সাংবাদিক ফজলুল
হক ভূঁইয়া প্রমূখ।
বক্তাগণ
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নির্মূলে প্রতিবাদ
জানিয়ে জাতিসংঘের দ্রুত ভূমিকা গ্রহণের
আহবান জানান।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)