আবশ্যক
-----------
এই প্রথম নান্দাইলে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গ্রামভিত্তিক প্রাথমিক
পর্যায়ের কেজি স্কুল কার্যক্রম চালু হতে যাচ্ছে। এ ধরণের স্কুল মনিটরিংয়ের
জন্যে স্কুল মনিটরিং অফিসার (smo)পদে কিছু সংখ্যক লোক টিএডিএসহ আকর্ষণীয়
মাসিক বেতনে নিয়োগ দেয়া হবে। । আগ্রহী প্রার্থীকে কঠোর পরিশ্রম করার
মনমানসিকতা ও কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত
যোগ্যতা কমপক্ষে স্নাতক, তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে তা
শিথিলযোগ্য। এক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আগামী ২০ আগস্ট ২০১৭ ইং তারিখের মধ্যে দুই কপি ছবি, মোবাইল নাম্বারসহ নিন্ম ঠিকানায় আবেদন করতে হবে।
পরিচালক
স্বপ্নকুঁড়ি
স্কুল
প্রযত্নে-
অনুপম মিডিয়া
কলেজ মার্কেট,নতুন বাজার
নান্দাইল,ময়মনসিংহ ।
মোবাইল
: ০১৯১৩ ৯০২০৯০
ফেসবুক
পেইজ :
fb.com/Sapnakuri.School