নান্দাইলে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ছাত্রীরা উত্ত্যক্তের শিকার ॥ বাঁধা দেয়ায় বখাটের হাতে দুই ছাত্র আহত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (১৩
এপ্রিল )বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার কয়েকজন ছাত্রী বখাটেরদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছে। এ ঘটনায় বাঁধা দেয়ায় স্থানীয় ওই বখাটেরা ছাত্রীদের সহপাঠি মো. সোহাগ মিয়া ও মো. হিমেলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত দুই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠান চলাকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের আনাছ মিয়া, কালেঙ্গা গ্রামের মামুন ও হারুন, মোয়াজ্জেমপুর গ্রামের মশিউরসহ কয়েক বখাটে যুবক মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তুলে এবং নানানভাবে উত্ত্যক্ত করে। এতে ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মো. সোহাগ মিয়া, মো. হিমেলসহ কয়েকজন বাঁধা দিলে বখাটেরা তাদের সুযোগ মতো দেখে নেয়ার বলে হুমকি দেয়। বিকেলে ৩টার দিকে সোহাগ ও হিমেল অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা তাদের পথরোধ করে ধরে ব্যাপক মারধর করে। ছাত্রদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং পরে তাদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্যাট মো. তামীম আল ইয়ামীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর মধ্যে বখাটেরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো,মঞ্জুরুল হক হাসান বলেন, ঘটনার পরপরই উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহি কর্মকর্তা, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ লোকজন আলোচনায় বসে। এ ব্যাপারে থানায় মামলা দিতে সবাই সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্ততি চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)