নান্দাইলে অগ্নিকাণ্ডে সাত কৃষকের ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গাঙ্গিনারপাড়
গ্রামে অগ্নিকাণ্ডে ৭জন কৃষকের ৮
লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি
হয়েছে। গত
শনিবার দিবাগত রাত ৯টার
দিকে কৃষক তারা মিয়ার
রান্না ঘর থেকে অগ্নিকান্ডের
সূত্রপাত হয়েছে। এলাকাবাসী
রাত ১২টার দিকে আগুন
নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ক্ষতিকান্ডে দুলাল
মিয়ার নগদ ১ লাখ
৩৪ হাজার টাকা আগুনে
ভস্মিভূত হয়। এর
মধ্যে প্রায় ৪৫ হাজার
টাকা অর্ধেক পোড়া অবস্থায়
উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকান্ডে
তারা মিয়ার দুইটি বসতঘর
ও দুলাল মিয়া, আবুল
কাশেম, হারেছ মিয়া, মোরসালিন,
মোকায়িম ও আল-আমিন
একটি করে ঘর আগুনে
পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ
পরিবারের লোকজন সব হারিয়ে
খোলা আকাশের নিচে মানবেতর
জীবন যাপন করছে।
(প্রসঙ্গত উল্লেখ্য,
অনুমতি ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের
কোন লেখা
বা ছবি
নকল করা
বা অন্য
কোথাও প্রকাশ
করা সম্পূর্ণ
বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক
আইডি আমাদের
সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে ‘নান্দাইল
নিউজ’- এর
প্রিয় পাঠকগণ
যে কোন
নিউজ ও
ছবি ফেসবুকে
শেয়ার করলে
কোন আপত্তি
থাকবে না)