স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর
(নাম প্রকাশ করা হলো না) বাল্য বিয়ে ভেঙে দিল নান্দাইল ঘাস ফুল শিশু ফোরামের সদস্যরা।
আজ
রবিবার (১৬ এপ্রিল) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই
ছাত্রীর বিয়ের দিন ধার্য্য ছিল। খবর পেয়ে নান্দাইল ঘাস ফুল শিশু ফোরামের সদস্যরা উপজেলা
নির্বাহি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।
পরে
প্রশাসনিক তৎপরতায় থানার এসআই নূরুল ইসলাম ও ঘাসফুল শিশু ফোরামের প্রচার ও জন সংযোগ
বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম ছোঁয়া, সদস্য-লিজুয়ানা তাবাস্সুম, জীবননিসা খানম শ্যামা,
জান্নাতুল ইসলাম প্রান্তি, জান্নাতুল, ইসরাত জাহান জিদনী, খাদিজাতুল কোবরা, তাসনিম
আক্তার তন্নী, সোমাইয়া মেয়েটির বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেয়। বাল্য বিয়ে প্রতিরোধকারীরা
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
বাল্য
বিয়ের বিষয়ে ছাত্রীটির বাবা আব্দুস সালাম জানান, বিদ্যালয়ে মেয়ে যাওয়ার পথে বখাটেদের
উত্ত্যক্তের কারণে অতিষ্ঠ হয়ে তিনি তাঁর মেয়েকে বিয়ে দিতে চেয়ে ছিলেন। প্রশাসনিক তৎপরতায়
তিনি বিয়ে না দিয়ে আবার তাঁর মেয়েকে বিদ্যালয়ে পাঠাবেন বলে অঙ্গীকার করেন।
(প্রসঙ্গত উল্লেখ্য,
অনুমতি ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের
কোন লেখা
বা ছবি
নকল করা
বা অন্য
কোথাও প্রকাশ
করা সম্পূর্ণ
বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক
আইডি আমাদের
সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে ‘নান্দাইল
নিউজ’- এর
প্রিয় পাঠকগণ
যে কোন
নিউজ ও
ছবি ফেসবুকে
শেয়ার করলে
কোন আপত্তি
থাকবে না)