স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
গত দুইদিন ধরে এক
অজ্ঞাত নারীর লাশ পড়ে
রয়েছে। হাসপাতালে
ভর্তি থাকার পরও এক
রকম বিনা চিকিৎসায় গত
রবিবার দুপুরে মধ্য বয়সী
ওই নারী মারা গেছেন।
হাসপাতাল
সূত্রে জানা যায়, গত
শনিবার সকাল ৯টার দিকে
অপরিচিত এক ব্যক্তি শ্যামলা
রঙের শাড়ি পরিহিত অচেতন
এক নারীকে নান্দাইল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এনে
রেখে চলে যায়।
অজ্ঞাত পরিচয়ে ওই নারীকে
হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু
অভিযোগ উঠছে ওই রোগীর
স্বজন সাথে না থাকায়
ভালো চিকিৎসা করা হয়নি।
ফলে রবিবার দুপুরের দিকে
ওই নারী প্রায় চিকিৎসাবিহীন
অবস্থায় মারা যান।
খবর
পেয়ে সন্ধ্যায় গিয়ে দেখা যায়,
একজন বহিরাগত নারী লাশের পাশে
আগরবাতি জ্বালিয়ে দিয়ে রেখেছেন।
সাংবাদিকদের ছবি তুলতে তিনি
সহায়তা করেছেন। পরদিনও
নিহতের স্বজনের খোঁজ খবর মেলেনি। ভর্তিকালীন
উপস্থিত লোকজনের ধারণা ওই নারী
কোন দুর্ঘটনায় আহত হয়ে থাকতে
পারেন। জরুরি
বিভাগের চিকিৎসক আরিফ মো জিয়া
উদ্দিন জানান, ওই নারীর
মাথায় আঘাত ছিল।
জানতে
চাইলে নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. আতাউর
রহমান জানান, সোমবার লাশ
উদ্ধার করে ময়না তদন্তের
জন্যে লাশ মর্গে পাঠানো
হয়েছে।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক
আইডি আমাদের সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও
ছবি ফেসবুকে শেয়ার করলে কোন
আপত্তি থাকবে না)