স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
শুক্রবার
(২১ এপ্রিল) দিনব্যাপী চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে
‘নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম’
এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং
নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ এর সহযোগীতায় চন্ডীপাশা
ইউনিয়নের ৬টি শিশু ফোরাম
কমিটির কার্যকরী সদস্যদের নিয়ে বার্ষিক শিশু
সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হয়
এবং চন্ডীপাশা শিশু ফোরাম ইউনিয়ন
কমিটি (১১ সদস্য বিশিষ্ট)
দুই বছরের জন্য গঠন
করা হয়।
এই
বার্ষিক শিশু ফোরাম সমাবেশ
২০১৭ তে সভাপত্তি করেন
আলিফ কবির প্রান্ত এবং
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চ-ীপাশা ইউনিয়ন
পরিষদ এর ৪ নং
ওয়ার্ড মেম্বার মো, হারুন অর
রশিদ এবং বিশেষ অতিথি ৪-৬ ওয়ার্ড মেম্বার
মোছা: হেলেনা আক্তার, নান্দাইল
থানা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক-মাহাবুবুল হাসান রয়েল, ধরুয়া
শিশু কল্যাণ ব্যাবস্থাপনা কমিটির
সভাপতি- মো: কাইয়ুম ও
কুলধরুয়ার প্রতিনিধি মো: আনোয়ার হোসেন এবং নান্দাইল
এডিপির স্পন্সরশীপ ও শিশু নিরাপত্তা
বিষয়ক টিম লিডার উজ্জ্বল
পেট্রিক কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর,
দৈনিক ইত্তেফাক নান্দাইল এর প্রতিনিধি ও
অনলাইন পত্রিকা নান্দাইল নিউজ এর সম্পাদক
শাহ্ আলম ভূইয়া, নান্দাইল
ঘাসফুল শিশু ফোরাম কেন্দ্রীয়
কমিটির সহ-সভাপতি তুলি
দেবনাথ, দুর্যোগ বিষয়ক সম্পাদক - স্নেহা
বর্মণ, সাংগঠনিক সম্পাদক -তানজিল ইসলাম নিশাদ
ও সদস্য সায়স্তিকা কর
মৌলি।
চন্ডীপাশা
ইউনিয়নের গ্রাম ও বিদ্যালয়
ভিত্তিক ৬টি শিশু ফোরাম
হচ্ছে : ১. খামারগাঁও - পুস্পলতা
শিশু ফোরাম, ২. ঘোষপালা
- ফুটন্ত গোলাপ শিশু ফোরাম,
৩. বাঁশহাটি উচ্চ বিদ্যালয় স্টুডেণ্ট
পালামেণ্ট, ৪. ধরুয়া শিশির
বিন্দু শিশু ফোরাম, ৫.
কুল ধরুয়া - সোনার তরী শিশু
ফোরাম, ৬. আলোর মেলা
শিশু ফোরাম (নিজবানাইল ও
বাহের বানাইল) থেকে ৮৭ জন
শিশু এই বার্ষিক সমাবেশে
অংশ গ্রহণ করে।
আলোচনা
সভার পর দলীয় ভাবে
বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি ও বিগত
বছরের কাজের মূল্যায়ন করা
হয় এবং একটি ৫
সদস্য বিশিষ্ট এলাকার প্রতিনিধিদের নিয়ে
নির্বাচন কমিটি গঠন করা
হয় যারা প্রতি শিশু
ফোরাম থেকে ২ জন
করে মনোনীত সদস্য নিয়ে
তাদের মধ্যে থেকে গণতান্ত্রিক
উপায়ে চন্ডীপাশা ইউনিয়ন কমিটির জন্য
পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন
এবং তাদেরকে উপস্থিত সকলের সম্মুখে শপথ
বাক্য পাঠ করান আলিফ
কবির প্রান্ত।
উক্ত
কমিটিতে সভাপতি পদে জুবায়ের
আল ছাইম, সহ-সভাপতি:
ইসরাত জাহান, সাধারণ সম্পাদক:
মইনুল ইসলাম ইমন, সহ-সাধারণ সম্পাদক:ফাতেমা
আক্তার, কোষাধ্যক্ষ: ইমন মিয়া, সাংগঠনিক
সম্পাদক:শরিফ মিয়া, প্রচার
সম্পাদক: লাদেন মিয়া এবং
সদস্য রূপা, তানিয়া, স্বর্ণামনি
ও সুমি নির্বাচিন হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য,
অনুমতি ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর
ওয়েবসাইটের কোন
লেখা বা
ছবি নকল
করা বা
অন্য কোথাও
প্রকাশ করা
সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক
আইডি আমাদের
সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে ‘নান্দাইল
নিউজ’-
এর প্রিয়
পাঠকগণ যে
কোন নিউজ
ও ছবি
ফেসবুকে শেয়ার
করলে কোন
আপত্তি থাকবে
না)