নান্দাইলের বিলে শিশুর মরদেহ, পরিবারের দাবি তাকে অপহরণের
পর হত্যা করা হয়েছে
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার আউয়াইল বিলে পাওয়া
শিশুর মরদেহের পরিচয় মিলেছে।
তার নাম রেজাউল ইসলাম। সে
গাজীপুর সদরে ১৮ নম্বর
ওয়ার্ডের বারবৈকা মহল্লার সোবহান মিয়ার ছেলে। তার
মায়ের নাম মুর্শেদা।
শিশুটি সেখানকার টেকনগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের
দাবি তাকে হত্যা করা
হয়েছে।
রেজাউলের
বাবা সোবহান মিয়া জানান,
তারা গাজীপুরের যে বাসায় ভাড়া
থাকতেন সেখানের ভাড়াটিয়া ছিলেন নান্দাইলের ধরগাঁও
এলাকার রাজমিস্ত্রি ফারুক। গত
মঙ্গলবার ফারুক এবং তার
সহযোগী সেলিম রেজাউলকে তুলে
নিয়ে যায়। এ
ঘটনায় বুধবার জয়দেবপুর থানায়
তার স্ত্রী অভিযোগ করেন। নান্দাইল
মডেল থানার এসআই নুরুল
হুদা জানান, ধারণা করা
হচ্ছে অপহরণের পর শ্বাসরোধে শিশুটিকে
হত্যা করা হয়েছে।
শুক্রবার
সকালে নান্দাইলের ধরগাঁও গ্রামের আউয়াইল
বিল থেকে শিশুটির লাশ
উদ্ধার করেছে পুলিশ।
নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি/তদন্ত) মো. খলিলুর
রহমান হাওলাদার নান্দাইল নিউজকে বলেন, মরদেহ
উদ্ধার করে ময়না তদন্ত
করা হয়েছে। প্রকৃত
অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করা
হবে।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’- এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)