নান্দাইলে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ
মহাসড়কে নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকায় আজ শুক্রবার সকালে বাস ও সিএনজি মুখোমুখি
সংঘর্ষে শাতিল (২২) ও রাখিব (১৩) নামে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন
সিএনজি চালক ও একজন যাত্রী। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
জানা
যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হাঁসের বাচ্চা বিক্রি করে সিএনজি দিয়ে বাড়ি ফিরছিল
শাতিল ও রাখিব। নান্দাইলের কানুরামপুর এলাকায় পৌছলে কিশোরগঞ্জের তাড়াইল এলাকার মায়ের
দোয়া পরিবহন নামে ঢাকাগামী একটি বাসের সাথে সিএনজির সেখানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে
সিএনজিটি ধুমড়ে মুছরে যায় ।
নিহত
শাতিলের বাবার নাম আবুল কাশেম। তার বাড়ি নান্দাইলের রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে।
আর রাখিবের বাবার নাম শাহেদুল ফকির। তার বাড়ি একই ইউনিয়নের বিলভাদেরা গ্রামে।
জানতে
জাইলে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান নান্দাইল নিউজকে বলেন,
লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)