নান্দাইলে পানিভর্তি বালতিতে ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল পৌরসভার চারআনিপাড়া মহল্লায় আজ বৃহস্পতিবার বিকেলে
পানিভর্তি বালতিতে ডুবে ও গত
বুধবার বিকেলে ধুরুয়া গ্রামে
বাড়ির সামনে পুকুরে ডুবে
দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়
সূত্র জানায়, নান্দাইল পৌরসভার
চার আনিপাড়ার বাসিন্দা মো. হুমায়ুন কবির
চঞ্চলের দেড় বছর বয়সের
শিশু পুত্র মো. আলীম
ঘরের ভিতর বাথরুমে পানি
ভর্তি বালতির মধ্যে পড়ে
মারা গেছে। পরিবারের
লোকজন জানায়, দুপুরের পর
খাওয়া ধাওয়া সেরে শিশুটিকে
নিয়ে তার মা লাকী
আক্তার ঘুমিয়ে ছিলেন।
এক সময় শিশুটি ঘুম
থেকে উঠে বিছানা থেকে
নিচে নেমে পড়ে।
কিছুক্ষণ পর তার মায়ের
ঘুম ভাঙ্গলে দেখতে পান শিশু
আলীম বিছানায় নেই। পরে
খোঁজ নিয়ে দেখেন বাথরুমে
থাকা বালতির মধ্যে মাথা
নিচু অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। সাথে
সাথে তাকে উদ্ধার করে
নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করেন। শিশুটির
এই অকাল মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে,
উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো.
ফিরোজ আহম্মেদের শিশু পুত্র সাব্বির
আহম্মেদ(৫) বাড়ির সামনে
পানিতে ডুবে মারা গেছে। শিশুটির
চাচা ফারুক আহম্মেদ জানান,
গত বুধবার সকালে শিশুটি
সকলের অজান্তে বাড়ি থেকে নিখোঁজ
হয়। পরে
অনেক খোঁজাখুজি করেও তার কোনো
সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। পরে
বিকেলে বাড়ির সামনে পুকুরে
জাল ফেলে তল্লাসী চালিয়ে
শিশুর মরদেহ উদ্ধার করা
হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)