স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের
ছাত্রীদের নিয়ে গঠিত ফুটবলারদের
দলের সদস্যরা সতীর্থের বাল্যবিবাহ বন্ধ করেছে। ওই সতীর্থ আবার
একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
গত
সোমবার রাত সাড়ে নয়টায়
ইউএনওর সহায়তায় পুলিশ নিয়ে বাল্যবিবাহ
বন্ধ করতে সক্ষম হয়
ফুটবল দলের সদস্যরা।
নান্দাইল
পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা
কমিটির অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন
বলেন, রাত আটটার দিকে
ফুটবল টিমের এক সদস্য
তাঁকে জানায়, দলের ডিফেন্স
খেলোয়ার ও সপ্তম শ্রেণির
ছাত্রী রীতা আক্তারের বিয়ে
আয়োজন করা হয়েছে।
পরে তিনি গণমাধ্যম কর্মীদের
কাছে ঘটনাটি জানিয়ে সহায়তা
কামনা করেন। ফুটবল
টিমের পাঁচ সদস্য তখন
সাহায্যের আশায় নান্দাইল পৌরসভার
বালিয়াপাড়া মহল্লার একটি সড়কে অপেক্ষা
করছে। পরে
এ ঘটনাটি নান্দাইল উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর
রহমানকে অবহিত করলে তিনি
পুলিশকে ব্যবস্থা নিতে বলে দেন।
নান্দাইল
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)
মো. নাজিম উদ্দিন জানান,
তিনি মেয়েদের নিয়ে বিয়ে আসরে
যান। সেখানে
গিয়ে দেখতে পান ছাত্রীকে
কনের সাহে সাজানো হচ্ছে। পুলিশ
দেখে ছাত্রীর বাবা বাড়ি ছেড়ে
আত্মগোপন করে। পরে
ছাত্রীর মা সফুরা বেগমকে
ডেকে আনা হয়।
পরে তিনি আঠারো বছরের
আগে মেয়েকে বিয়ে দেবেন
না মর্মে লিখিত অঙ্গীকার
নামায় টিপসই দেন।
পরে মেয়েকে মায়ের জিম্মায়
ও নজরদারি রাখার জন্যে এক
নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.
শাহীনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
আজ
মঙ্গলবার বিদ্যালয়ে
গেলে সপ্তম শ্রেণির ছাত্রী
সুমাইয়া আক্তার জানায়, সাত
ছাত্রীর ঘাসফুল নামে সংগঠনটি
বাল্যবিবাহ বন্ধ করতে যে
উদ্যোগ নিয়েছে সেটি আমাদের
অনুপ্রেরণা যোগিয়েছে।
সাদিয়া
আক্তার, লিমা আক্তার, মদিনা
খাতুন সাবিকুন্নাহার জানায় আমাদের ২০
জনের একটি ফুটবল দল। সকলেই
একসাথে ফুটবল খেলি।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. আবদুল
খালেক বলেন, তার বিদ্যালয়ের
ফুটবল দলটি গতবার নান্দাইল
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা
পর্যায়ে আরও তিনটি উপজেলার
সাথে খেলে চুড়ান্ত পর্যায়ে
ওঠে। পরে
ধোবাউরা উপজেলার কলসিন্দুর স্কুল এন্ড কলেজের
সমপর্যায়ের দলের সাথে খেলে
আমার বিদ্যালয়ের দলটি রানারআপ হয়।
(প্রসঙ্গত উল্লেখ্য,
অনুমতি ছাড়া
‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের
কোন লেখা
বা ছবি
নকল করা
বা অন্য
কোথাও প্রকাশ
করা সম্পূর্ণ
বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক
আইডি আমাদের
সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে ‘নান্দাইল
নিউজ’- এর
প্রিয় পাঠকগণ
যে কোন
নিউজ ও
ছবি ফেসবুকে
শেয়ার করলে
কোন আপত্তি
থাকবে না)